Breaking News
Home / গাজীপুর / গাজীপুরের বাসা বাড়ীসহ রাস্তাঘাটে প্রতিনিয়তই ডাকাতি

গাজীপুরের বাসা বাড়ীসহ রাস্তাঘাটে প্রতিনিয়তই ডাকাতি

মাহবুব আলম: গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে ও রাজাবাড়ী ইউনিয়নের ভিবিন্ন এলাকায় বাসা বাড়ীসহ রাস্তাঘাটে প্রতিনিয়তই ডাকাতি হচ্ছে।

ভাওয়ালগড় ইউনিয়নের মেম্বার বাড়ী পাঁচ পীরের মাজার রোড হইতে ইজ্জতপুর বাজারে যাওয়ার রাস্তায় ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার শাহজাহান মিয়াসহ আরো দুই তিনজনকে বাড়ি যাওয়ার পথে এক দল ডাকাত তাদেরকে আটক করে মারধোর করে মোটরসাইকেল, মোবাইল টাকা পয়সা নিয়ে তাদের সবাইকে গজারি গাছের সাথে বেঁধে রাখে ডাকাত দল। ডাকাত দলেরা ডাকাতি করে চলে যায়। পুলিশের নজরদারি ও এলাকায় পুলিশের টহল না থাকার কারণে প্রতিনিয়তই এসব এলাকায় ডাকাতি হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী । ডাকাত দলেরা বাসা বাড়ি ও রাস্তাঘাটের ডাকাতি করে জনসাধারণকে সর্বনাশ সর্বহারা করে দিচ্ছে। তাই ডাকাতি থেকে মুক্তি পাওয়ার জন্য এলাকাবাসী আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বলেন তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে। টহল বাড়ানো হবে।

About admin

Check Also

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত সজিবের জীবনের মুল্য মাত্র ২লাখ টাকা ।

অবশেষে বুধবার বিকালে উজলী দিঘীরপাড় আওয়ামীলীগের অফিসে পরিবহন মালিকদের সাথে দর কষাকষির পর আলোচনার মাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published.