গাজীপুরের কাপাসিয়া উপজেলার কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। পরে ওই ছাত্রীর কান্নাকাটির শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে এবং ওই বখাটে যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ওই বখাটে যুবকের নাম শাহরুখ খান রনি (২১) স্থানীয় মোস্তফা মিয়ার সন্তান। কপালেশ্বর পশ্চিম পাড়া গ্যাস ফিল্ড এলাকায় বসবার করেন। মাদকাসক্ত রনিকে স্থানীয় জনগণ গাঁজাসহ আটক করে।
রনি মাঝে মাঝে ট্রলি গাড়ির হেলপারের কাজ করতো, বর্তমানে কাজ না থাকায় এখন সে বেকার সময় পার করছে বলে জানায় স্থানীয়রা।
এ সময় কপালেশ্বর বাজারে মোদী ব্যবসায়ী রেনু মিয়ার দোকানে পণ্য তালিকা না থাকায় তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।