Breaking News
Home / গাজীপুর / কাপাসিয়া / কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যতিক্রমধর্মী মিলনমেলা

কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যতিক্রমধর্মী মিলনমেলা

কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যতিক্রমধর্মী মিলনমেলা

শামসুল হুদা লিটনঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নের ১৭৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ ফেব্রুয়ারি, শনিবার শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর বাড়ি সংলগ্ন দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মিলনমেলায় সাত শতাধিক শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
দিন ব্যাপী মিলনমেলায় ছিল বর্নাঢ্য ও উপভোগ্য নানা আয়োজন। মিলনমেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ঘাগটিয়ার চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম আশরাফের সঞ্চালনায় আলোচনা, ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামিলীগের প্রেসিডিয়ামের সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষক পরিবারের সন্তান অ্যাডভোকেট আমানত হোসেন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এমদাদুল হক আরমান, ফেরদৌস আরা দিপু, তাসলিমা রানী, এসএম মাহাতাব উদ্দিন, মুসলিমা আক্তার সুইটি, নজরুল ইসলাম, সহকারী শিক্ষক শরিফুল আলম, নজরুল ইসলাম এনামুল কবির ভূইয়া, এনামুল কবির, আতিকুল ইসলাম, আবুল কালাম , মনিরুল ইসলাম, তুষার কান্ত সরকার, রুহুল আমিন প্রমুখ।
প্রাথমিক শিক্ষক পরিবারের মিলনমেলা উপলক্ষে দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠকে তোরণ, রংবেরঙের ব্যানার ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়।
মিলনমেলা উপলক্ষে পুরুষ ও নারী শিক্ষক জন্যে ছিল ক্লাস্টার ভিত্তিক পৃথক পৃথক প্রতিযোগিতামূলক নানাধরণের খেলার আয়োজন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষকগণ কবিতা, গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে হাস্যরসাত্মক কৌতুক পরিবেশ করেন বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন। মিলন মেলার অন্যতম আকর্ষণ ছিল যদি লাইগ্যা যায় নামক লটারি ও আকর্ষণীয় পুরস্কার।
দুপুরের খাবারের তালিকায় ছিলো মোগল কাচ্চিবিরিয়ানি ও কোমল পানীয়। বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ এর বাড়ির আঙ্গিনায় বিভিন্ন গাছের ছায়ার নীচে বসে শত শত শিক্ষকের দলবেঁধে দুপুরের খাবারের দৃশ্য ছিলো মনোমুগ্ধকর ও অভিনব। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান।

About majibur-bhai

Check Also

কাপাসিয়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এক বখাটে যুবকের তিন মাসের কারাদণ্ড।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published.