তারেক রহমান জাহাঙ্গীরঃ গাজীপুর শ্রীপুর থানা প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলার ব্রিজে(পারুলি ব্রিজ) ২০শে জানুয়ারি সকাল ৭ টায় সময় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল (গাজীপুর-ল ১১-৩৪৫৭) আরোহী ২জন নিহত ২জন আহত হয়।
প্রত্যক্ষদর্শিরা জানায় এদের ১জনের গ্রামের বাড়ী কাপাসিয়া উপজেলা ফুলবাড়িয়া আরেকজনের বাড়ি কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া এবং ২ জনের পরিচয় জানা যায়নি,এরা সকাল বেলা খেজুরের রস খাওয়ার জন্য দুই মোটরসাইকেলের ৭ জন আসে এক মোটরসাইকেলে ৩ জন আরেক মোটরসাইকেলে ৪ জন ছিলো।তারা কাপাসিয়া থেকে মোটরসাইকেল আসে এবং পাগলার ব্রিজে এসে মোটরসাইকেল ব্রীজের রেলিং এর সাথে আঘাত লাগলে সাথে সাথে ২ জন মারা যায়। ২ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।