গাজীপুরের কাপাসিয়ায় অভাবের তাড়নায় দুই সন্তানের জনক মোমেন সরকার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। মোমেন সরকার উপজেলার বড়হর গ্রামের আলম সরকারের ছেলে। তিনি অটোরিকশাচালক ছিলেন। নিহতের দুটি শিশুসন্তান একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন যাবত সংসারের অভাব অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। অটোরিকশা চালিয়ে সংসারের খরচা মেটাতে না পেরে বিভিন্ন মানুষের কাছ থেকে ধার-দেনা করে সংসার চালাত বলে জানান তার স্বজনরা। এরই পরিপ্রেক্ষিতে মোমেন সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন।
কাপাসিয়া থানার এসআই একরামুল হক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।