গাজীপুরের কাপাসিয়ায় ইশা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া এম পি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
শনিবার বিকালে কাপাসিয়ার টোকে শরীফ মোমতাজউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ইশা‘র সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক গোলাম মোস্তফা শ্রাবন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ. কে. এম গোলাম মোর্শেদ খান, শরীফ মোমতাজউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ তাজ উদ্দিন, গেটকো গ্রুপের হেড অফ ফাইন্যান্স মোঃ খুরশীদ নাঈম। আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন সেলিম, প্রচার সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন প্রধান প্রমুুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইশা‘র সাধারণ সম্পাদক ও শরীফ মোমতাজউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের প্রভাষক শরীফ শামীম।
উক্ত ম্যাচে তেলিহাটি ফুটবল একাদশ শ্রীপুর এবং বড়হর রাইজিং স্টার, রায়েদ কাপাসিয়া পরস্পরের মোকাবেলা করে।