Breaking News
Home / গাজীপুর / কাপাসিয়া / কাপাসিয়ায় নানা আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালিত

কাপাসিয়ায় নানা আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালিত

কাপাসিয়ায় নানা আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালিত

অধ্যাপক শামসুল হুদা লিটন, কাপাসিয়াঃ
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৭ অক্টোবর, বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
জাতীয় শিক্ষক দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে কাপাসিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষকদের একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ফকির মজনু শাহ সেতুর পশ্চিম পার্শ্বে শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে বাসস্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ আয়োজনে কাপাসিয়া উপজেলার সরকারি প্রাথমিক,মাধ্যমিক স্কুল , কলেজ ও মাদরাসার শত শত শিক্ষক অংশ গ্রহণ করেন। সকাল ১০ টায় কাপাসিয়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক দিবসের বর্ণাঢ্য কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ খান।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মাহবুব আলম মন্জুর। ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, কাপাসিয়া সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ জহিরুল হক, রেজাউল হক কারিগরি কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ, কুহিনূর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম,ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ আজাদ, ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির, তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক শামসুল হুদা লিটন, পাবুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ রায়হান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষক হচ্ছেন জাতি গঠনের প্রধান কারিগর। শিক্ষকরাই হলো একটি সমাজের আদর্শ মানুষ। সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই শিক্ষক সমাজ। কিন্তু শিক্ষক সমাজ আজ নানাভাবে লাঞ্ছিত হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে শিক্ষকদের অর্থনৈতিক জীবন মানের সুবিধা বৃদ্ধি পাচ্ছেনা। এখনো বেতন ভাতায় রয়েছে বৈষম্য। প্রতিনিয়তই পরিচালনা কমিটি দ্বারা নানাভাবে শিক্ষকরা হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে। এ কারণে শিক্ষকদের জন্য শিক্ষক সুরক্ষা আইন করা সময়ের দাবীতে পরিণত হয়েছে। শিক্ষক নেতৃবৃন্দ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবী জানান।
এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। অনেক প্রতিষ্ঠান কেক কেটে জাতীয় শিক্ষক দিবস উদযাপন করে।

About majibur-bhai

Check Also

কাপাসিয়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এক বখাটে যুবকের তিন মাসের কারাদণ্ড।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published.