কালীগঞ্জে শহীদ ময়েজ উদ্দিনের সাহাদৎবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদকঃ আগরতলা মামলার পরিচালনা কমিটির আহবায়ক, শহীদ ময়েজ উদ্দিনের ৩৮তম শহাদৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলার নিজ উপজেলায় আজ বিকালে কালিগন্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভাঅনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন নূর-ই-আলম চৌধুরী লিটন মাননীয় চীপ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহের আফরোজ চুমকি, জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৫, সিমিন হোসেন রিমি , জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৪, ইকবাল হোসেন সবুজ, জাতীয় সংসদ সদস্য, গাজীপুর-৩, রুমানা আলী টুশী, সংরক্ষিত সংসদ সদস্য, আজমত উল্লাহ খান, সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামী লীগ, আতাউল্লাহ মন্ডল, সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ, মোঃ আমানত হোসেন খান , চেয়ারম্যান , কাপাসিয়া উপজেলা পরিষদ। আরো বক্তব্য রাখেন, গাজীপুর জেলা, মহানগর, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।