Breaking News
Home / গাজীপুর / কাপাসিয়া / কাপাসিয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

কাপাসিয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

কাপাসিয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন গাজীপুরের কাপাসিয়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জন্মদিন পালন করেছে।
দিবসটি পালন উপলক্ষে বুধবার দুপুরে কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান, সহকারি কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক প্রমূখ।

দিবসটি পালন উপলক্ষে দুপুরে কাপাসিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে রাউৎকোনা রহমানিয়া এতিমখানায় শতাধিক এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। পরে এক দোয়ার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, সহ-সভাপতি সাধন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আজমল সরকার, জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, শহিদুল ইসলাম, আফসার উদ্দিন, মেহেদী হাসান প্রমূখ।

অপরদিকে বিকালে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ উপজেলার দলীয় কার্যালয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে মিজানুর রহমান প্রধানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি রিমি। পরে এক আনন্দ শোভাযাত্রা কাপাসিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, সদস্য মোহাম্মদ মজিবুর রহমান মিলন, মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবদুর রউফ দর্জিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দে।

 

About majibur-bhai

Check Also

কাপাসিয়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এক বখাটে যুবকের তিন মাসের কারাদণ্ড।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published.