কাপাসিয়ায় আনারস কাটতে গিয়ে নিজের বটির আঘাতেই গৃহবধূ নিহত
কাপাসিয়া প্রতিনিধিঃ কাপাসিয়া উপজেলার গিয়াসপুর গ্রামের আশরাফুল আলম ওরফে কেরামতের স্ত্রী তাসমিন(২৮) আনারস কাটতে গিয়ে অসাবধানতাবশত বডির উপর পড়ে যায়। বটির আঘাতের গলা কেটে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে ।
পুলিশ জানায়, নিহত তাসমিনের ছেলে আবদুল্লাহ আল তামিম (৫) এর জন্য ধারালো বটি দিয়ে আনারস কাটার সময় অসাবধনতা বশত হাত ফসকে নিচের দিকে ঝুকে পড়ে গিয়ে গলার ডানপাশে নিচে গুরুতর রক্তাক্ত কাটা জখম প্রাপ্ত হয়ে মৃত্যু বরন করেন। এসময় তার ছেলে আবদুল্লাহ আল তামিম (৫) উপস্থিত ছিল। স্থানীয় লোকজন ও আত্মীয় স্বজন আরো জানায়, মৃত তাসমিন ৩/৪দিন ধরে জ্বরে ভুগছিলেন। তার স্বামী আশরাফুল আলম @ কেরামত বাংলাদেশ সেনাবাহিনীত বগুড়ায় কর্মরত আছেন। বাড়িতে বৃদ্ধা শাশুড়ী ও দুই সন্তান নিয়ে তিনি থাকতেন। ঘটনার সময় তিনি শুধু ছেলেকে সহ বাড়িতে ছিলেন। এই ঘটনায় থানায় ডায়েরিভূক্ত করা হয়েছে।