Breaking News
Home / গাজীপুর / কাপাসিয়া / কাপাসিয়ায় শারদীয় দুর্গাপূঁজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় শারদীয় দুর্গাপূঁজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় শারদীয় দুর্গাপূঁজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাপাসিয়া প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূঁজা উদযাপন উপলক্ষে ১৪ সেপ্টম্বর বুধবার দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলা পরিষদ মিলনায়তনে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্, সহকারী কমিশনার (ভূমি) নাজমূল হোসাইন, থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, হিন্দু বৌধ্য, খ্রিষ্টান ঐখ্র পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন সাহা, পূঁজা উদযাপন পরিষদের সভাপতি শেখর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ প্রমূখ।
উপজেলার ১১ টি ইউনিয়নের ৬৫টি পূঁজা মন্ডপে সরকারী অনুদান হিসাবে প্রত্যেকটিতে ৫’শত কেজি চাউল বিতরণ করা হয়েছে। একসাথে স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকেও প্রত্যেকটি পূজামণ্ডপে আলাদা করে বরাদ্দ দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি বলেন, বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ বলতেন, মানুষের মধ্যে কেউ সংখ্যালঘু না। যারা নির্বাচনে হেরে যায় তারা হয়তো হতে পারে সংখ্যালঘু কিন্তু মানুষকে সংখ্যালঘু বলা যাবে না।মানুষ সবার উপরে সত্য, তাহার উপরে কেউ নেই। এটা আমাদের সবারই উপলব্ধি করতে হবে। আমরা সবাই মিলে এই শান্তিপূর্ণ উন্নত কাপাসিয়া গড়ে তুলব। আমাদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। ধর্ম যার যার উৎসব সবার। এভাবে আমরা সকল ধর্মের উৎসব পালন করব। মুসলিম হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে উন্নত কাপাসিয়া গড়ে তুলতে কাজ করব।

About majibur-bhai

Check Also

কাপাসিয়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এক বখাটে যুবকের তিন মাসের কারাদণ্ড।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published.