Breaking News
Home / গাজীপুর / কাপাসিয়া / কাপাসিয়ার রানীগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাপাসিয়ার রানীগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাপাসিয়ার রানীগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ ও তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫শত টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ১২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬ টায় উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের নেতৃত্বে এঅভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন। এসময় অভিযান কার্যক্রমে সহযোগিতা করেছেন কাপাসিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলমান কঠোর বিধিনিষেধ ও বাস্তবায়নের লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন উপজেলার রাওনাট, রানীগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় মোট তিনটি মামলায় তিনজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯/৩৭ দ্বারায় দশ হাজার পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন বলেন,অভিযান কালে ভ্রাম্যমাণ স্থাপনা এবং স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সপ্তাহব্যাপী পরিচালনা করা হবে।

About majibur-bhai

Check Also

কাপাসিয়ায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এক বখাটে যুবকের তিন মাসের কারাদণ্ড।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর দুই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করার অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published.