কাপাসিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কাপাসিয়া প্রতিনিধিঃ
কাপাসিয়া উপজেলায় মাসকালাই চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মাসকালাই চাষ বৃদ্ধির লক্ষ্যে আজ বিকালে ১০০শত জন মাসকালাই চাষী প্রত্যেককে ৫কেজি করে বীজ ও ১৫ কেজি করে সার বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে,উপজেলা পাট বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য তাজউদ্দীন কন্যা সিমিন হোসেন রিমি। আরো উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মহম্মদ শহীদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, কৃষি হলো সবচেয়ে সম্মানিত পেশা। বাংলাদেশ শতকরা আশি ভাগ মানুষ কৃষক। কৃষির কারনেই বাংলাদেশে এগিয়ে যাচ্চে। নতুন প্রজন্মকে কৃষির প্রতি নজর দেওয়া আহবান করেন। তিনি আরো জানান, শহীদ তাজউদ্দীন আহমদ এলাকায় কারো বাড়িতে দাওয়াত খেতে যেতে বললে, তিনি বাড়ির লোককে বলতেন শুধু ডাল এবং ভাত হলেই চলবে। যাতে বাড়ির মালিকের বেশি খরচ না হয় সেদিকেও তিনি লক্ষ্য রাখতেন। প্রধান অতিথি আরো বলেন, ডালের উৎপাদন বৃদ্ধি করে আমাদের শরীরের পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব হবে।