কাপাসিয়ায় শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান
কাপাসিয়া প্রতিনিধিঃ কাপাসিয়ায় ‘শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র বার্ষিক সভা, বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন,মেধা বিকাশ বৃত্তি-২০২১ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার-সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।আজ সকালে কাপাসিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়ার মাননীয় জাতীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, উপজেলা চেয়ারম্যান জনাব এডভোকেট মো. আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ফাউন্ডেশনের সভাপতি সমাজবন্ধু বন্ধুজন মুহাম্মদ ইকবাল হোসাইন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিমসহ অন্যান্য অতিথিবৃন্দ, ছাত্র-ছাত্রীরা ও তাদের অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি বলে, ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণ করলেই হবেনা তার পাশাপাশি তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে।এই জ্ঞানের আলো দেশ এবং সমাজের ছড়িয়ে দিতে হবে। প্রত্যেককে আলোকিত মানুষ হতে হবে। সকল রকম অন্যায় মিথ্যা অপরাধ থেকে তাদেরকে দূরে থাকতে হবে। দেশ ও মানুষের কল্যানে কাজ করতে হবে। অনুষ্ঠানে ৫ম ও ৮ম শ্রেণীর ১১৮ জন ছাত্র-ছাত্রীকে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ বৃত্তি প্রদান করা হয়।গতবছর ৬২৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।