কাপাসিয়ায় জাতীয় পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া প্রতিনিধিঃ আজ শনিবার দুপুরে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ পুরাতন ভবনের সভা কক্ষে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন খানের সভাপতিত্বে সদস্য সচিব এনামুল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব কামরুজ্জামান মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কাজী রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহবায়ক এস এম কিবরিয়া, শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ফোরকান আলী আকন্দ, জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সদস্য মোশাররফ হোসেন জয়, মোস্তফা কামাল, শেখ তমিজ উদ্দিন আহমেদ খোকা, নাসির উদ্দিন কাজী, এড.ইউসুফ, অধ্যাপক রাশিদ, জেলা মহিলা পার্টির সভাপতি জিন্নাত আরা, সাধারণ সম্পাদক ডলি বেগম, উপজেলা জাতীয় পার্টির সদস্য আবদুল হাই, আলমগীর হোসেন বিল্পব, সাইফুল ইসলাম মাষ্টার, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব বাদশাহ আবদুল্লাহ, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মকুল, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মাসউদুর রহমান মাসুদ, মাহিদুল, ফারুক হোসেন প্রমুখ।