কাপাসিয়ায় গুড় তৈরির কারখানার মালিককে জরিমান
কাপাসিয়া গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্ৰামের গুড় তৈরি কারখানার মালিকে জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি নাজমুল হুসাইন।
গতকাল বুধবার রাতে গুড় তৈরি কারাখানায় নোংরা পরিবেশে পঁচা গুড়, ফিটকিরি, চিনি, রাসায়নিক দ্রব্য ও পানির সাথে মিশিয়ে এই গুড় তৈরি করা হতো ওই কারখানায়। ওই কারখানাটির পরিচালনা করতেন নূরুল ইসলাম (৬০) তিনি খিরাটি গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন জানান, গুড় তৈরির কারখানার মালিক নূরুল ইসলামকে পঁচা গুড়, ফিটকিরি, চিনি, রাসায়নিক দ্রব্য ও পানির সাথে মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে গুড় ও গুড় তৈরির মালামাল জব্দ করে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। পরে এগুলি ধ্বংস করে দেয়া হবে।