কাপাসিয়ায় ক্যান্সারে আক্রান্ত হারুনের সাহায্যের আবেদন
কাপাসিয়া প্রতিনিধিঃ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের মনতাজ উদ্দিনের পুত্র, নামিলা আনছারিয়া ফাজিল মাদ্রাসার দপ্তরী ও সিংহশ্রী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের পর পর ৩বার সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে উত্তরা আহ্ছানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন আছে। অতান্ত ব্যায়বহুল চিকিৎসায় সে আর্থিক সংকটে আছে। তার যা সম্পদ ছিল তা দিয়ে এতদিন চিকিৎসা করে আসছে। বর্তমানে তার চিকিৎসা করার মতো অর্থ নেই। তাই তার চিকিৎসার জন্য সকল দানবীর ও মানবিক মানুষের নিকট সাহায্যের আবেদন করেছে। সাহায্যে পাঠানো জন্য- তার মোবাইল বিকাশ নম্বর – 01713501476