কাপাসিয়ায় উপজেলা নিবার্হী অফিসারের প্রেস ব্রিফিং
কাপাসিয়া প্রতিনিধিঃ কাপাসিয়ায় উপজেলায় ওএমএস,টিসিবি, খাদ্যবান্ধব কর্মসূচি ও সম্প্রীতি সমাবেশ সম্পর্কে উপজেলা নির্বাহি অফিসার একেএম গোলাম মোরশেদ খান আজ দুপুরে উপজেলা সভা কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনসার আলী ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোরশেদ খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান, আগামী মাস থেকে কাপাসিয়া উপজেলায় ২জন ডিলারের মাধ্যমে ৪টন চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রয় করা হবে। একজন ৫ কেজি চাল কিনতে পারবে। এছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলায় ৪৪জন ডিলারের মাধ্যমে ১৯২২০জনকে ১৫ টাকা কেজি দরে বিক্রয় করা হবে। যা আগে ছিল ১০টাকা কেজি এবং টিসিবির মাধ্যমে ২২৪০২ জনকে পণ্য বিতরণ করা হচ্ছে।