কাপাসিয়া উপজেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত
কাপাসিয়া প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কাপাসিয়া উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রঙ্গনে আজ দুপুরে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম আজাদ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, প্রচার সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উম্মে কুলসুম শিল্পী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল এবং গণভোজ অনুষ্ঠিত হয়।