কাপাসিয়ায় দুঃস্থ ও অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ
কাপাসিয়া প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় দুঃস্থ অসহায় ও অস্বচ্ছল মহিলাদের আত্মকর্মসংস্থানের সৃষ্টির করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. নার্গিস আক্তার প্রমুখ।
উপজেলার এগারোটি ইউনিয়ন থেকে দুই জন করে মোট ২২জন নারীকে আত্মকর্মসংস্থানের জন্য এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।