কাপাসিয়ায় জেলা পরিষদের সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ইমু-শিল্পী
কাপাসিয়া প্রতিনিধিঃ আগামী ১৭ অক্টোবর গাজীপুরসহ বাংলাদেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনে কাপাসিয়ার সদস্য পদে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমান ইমান উল্লাহ শেখ ইমু ও সংগৃহীত সদস্য পদে কাপাসিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উম্মে কুলসুম শিল্পীকে সমর্থন দিয়েছে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ।গত ২৫ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমির উপস্থিতিতে তাদের নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ। তারা দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য গণসংযোগ করে আসছিলেন।