শামসুল হুদা লিটন,কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ গাজীপুর কাপাসিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নুরুল ইসলাম ফাউন্ডেশন এর উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের
চর দুর্লভ খান আঃহাই সরকার উচ্চ বিদ্যালয়ের মাঠে কয়েকশত হতদরিদ্রদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক দৈনিক যুগান্তরের সহ সম্পাদক তোফায়েল গাজালি, বাড়িষাব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সুমন মিয়া, চর দুর্লভ খান আঃ হাই সরকার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিব্বির আহমেদ, সহকারী শিক্ষক, যমুনা টেলিভিশনের গাজীপুর জেলাপ্রতিনিধি হোছাইন আলী বাবু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণ শেষে প্রয়াত নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ঢাকা যুগান্তর মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।