কালিয়াকৈর প্রতিনিধিঃ আসন্ন কালিয়াকৈর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং চাপাইর ইউনিয়নের ০৫ নং আষড়িয়াবাড়ী ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ফজলুল করিমের উঠান বৈঠকে জনতার ঢল নেমেছে।
শনিবার সন্ধ্যায় তার নিজ বাসভবনে গ্রামবাসী এবং ভক্ত অনুসারীদের নিয়ে নির্বাচনী আলোচনায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে মেম্বার পদপ্রার্থী ফজলুল করিম সকলের উদ্দেশ্যে জানান, আগামী ২৮ তারিখ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ফুটবল মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আমার পিতা মান্নান মিয়া এই ওয়ার্ডের একজন সাবেক মেম্বার। তার কর্মজীবনে অনেক কাজ অসম্পূর্ণ রেখে গেছেন। আমি আমার বাবার সেই অসম্পূর্ণ কাজ গুলো সম্পন্ন করতে চাই।
এসময় ওয়ার্ডের ভক্ত ও অনুসারীরা তাদের বিশেষ বক্তব্য রাখেন। এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকলে কাধে কাধ মিলিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের আহবান জানান।