শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ স্বাধীণ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জন্মভূমি গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা চত্বরে স্থাপিত শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) গোলাম মোর্শেদ খান, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) এফ এম নাসিম ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
এছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঢাকার বনানীর গোরস্তানে শহীদ তাজউদ্দীন আহমদের কবরে পুস্পস্তবক অর্পণ এবং রুহের মাগফিরাত কামনায় ফাতেফা পাঠ ও দোয়া প্রার্থণা করেন।