শামসুল হুদা লিটন, কাপাসিয়া থেকেঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। এরইমধ্যে আচরণবিধি না মেনে সাউন্ড বক্স প্রচার ও মিছিল করার দায়ে টোক, রায়েদ সহ বিভিন্ন ইউনিয়নের ৬ প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মোরশেদ খান পাভেল ও সহকারী কমিশনার ভূমি রুবাইয়া ইয়াসমিন।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোর্শেদ খান জানান, প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রচারণার সময় মিছিল ও সাউন্ড বক্স বাজিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত আচরণ বিধিমালা অমান্য করায় ৬ জন ব্যক্তিকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।