অধ্যাপক শামসুল হুদা লিটনঃ কাপাসিয়া উপজেলার ১১ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এ কে বোরহান উদ্দিন আহমেদ (বিএ)। তিনি শুক্রবার সকাল ১১ টায় কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাশারের কাছে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী স্বল্প সংখ্যক লোক নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। আলহাজ্ব
এ কে বোরহান উদ্দিন আহমেদ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘিঘাট গ্রামের কৃতি সন্তান। তাঁর পিতা মরহুম মনির উদ্দীন আহমেদ ( মনু কমান্ডার) ছিলেন এলাকার বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ইউনিয়ন আনসার কমান্ডার। আলহাজ্ব এ কে বোরহান উদ্দিন আহমেদ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরশনের (বিএডিসি) সাবেক হিসাব রক্ষন কর্মকর্তা।
এ রিপোর্ট লেখা পর্ষন্ত দুর্গাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। একজন হলেন স্বতন্ত্র প্রার্থী একে বোরহান উদ্দিন আহমেদ ও অপরজন হলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমএ ওয়াহাব খান খোকা।
এ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান চেয়ারম্যান এম এ গাফফার। তিনি তফসীল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই যে কোন সময় মনোনয়নপত্র জমা দিতে পারেন বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানান।