শামসুল হুদা লিটন, কাপাসিয়া ( গাজীপুর) থেকেঃ কাপাসিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অফিসের ব্যবস্থাপনায় ২০২১- ২০২২ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দেশীয় প্রজাতির রুই ,কাতলা, মৃগেল পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদের পুকুর, তরগাঁও ইউনিয়নের জামরি ও নাওডোবা বিল,কড়িহাতা ইউনিয়নের কুমাইল বিল, চাঁদপুর ইউনিয়নের কাতুলিয়া বিল সহ বিভিন্ন এলাকায় ২৬৪ কেজি রুই ,কাতলা ও মৃগেল পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা নিবার্হী অফিসার মোসাঃ ইসমত আরা”র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ জলাশয়ে অবমুক্ত করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড, মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আয়ুবুর রহমান সিকদার,কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, কড়িহাতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব মোর্শেদ আফাজ, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মোল্লা মতিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আমির হামজা সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন ।