শামসুল হুদা লিটন, কাপাসিয়া থেকেঃ গাজীপুরের কাপাসিয়ার চরখিরাটি-মনোহরদী বেইলী ব্রীজ দ্রুত সময়ে সংস্কার করায় স্বীমান্তবর্তী দুই উপজেলাবাসীর যোগযোগ পুনঃস্থাপন হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া সেতুটির পুণঃসংস্কারে বিশেষ ভূমিকা রাখায় কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দুই পাড়ের শত শত মানুষ। সংস্কার কাজ শেষে সোমবার দুপুরে পুনরায় সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের জন্য ব্রীজটি খোলে দেয়া হয়েছে। গাজীপুর এলজিইডি অফিসের কার্য সহকারী সজীব এ তথ্য নিশ্চিত করেন। এলজিইডি’র অর্থায়নে নির্মিত বেইলী ব্রীজটি চলতি বর্ষায় হঠাৎ লোহার প্লেট ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে খবর পেয়ে গত ৪ সেপ্টেম্বর কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. মোঃ আমানত হোসেন খান ব্রীজটি পরিদর্শন করেন। জনগনের দুর্ভোগ লাগবে ব্রীজটি দ্রুত সংস্কারের জন্য এলজিইডি গাজীপুরের নির্বাহী প্রকৌশলীর সহযোগিতা কামনা করেন। পরে কাপাসিয়া উপজেলা পরিষদের অর্থায়নে এবং এলজিইডি’র কারিগরি সহায়তায় ৩৬ ঘন্টার মধ্যে বেইলী ব্রীজটি চালু করা সম্ভব হয়েছে।
এ সময় কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান, কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আর, এলজিইডি কাপাসিয়া অফিসের সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেন, ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর আলম সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক হোসেন রিপন, সন্মানিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোস্তাফিজুর রহমান মোফাজ্জল ব্রীজের সংস্কার কাজ পরিদর্শন করেন।