শামসুল হুদা লিটন,কাপাসিয়া (গাজীপুর) থেকে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান জোবায়দা মেমোরিয়াল হাসপাতাল এন্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারের নবনির্মিত নিজস্ব ভবন এর শুভ উদ্বোধন করা হয়েছে ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ফকির মজনু শাহ সেতুর পশ্চিম পাশে কাপাসিয়া – গাজীপুর – ঢাকা সড়কের কোল ঘেষে প্রতিষ্ঠিত হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করা হয় ।
জোবায়দা মেমোরিয়াল হাসপাতাল এন্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ও নবনির্মিত হাসপাতাল উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, ডাঃ নাজিম উদ্দিন, ডাঃ জুলফিকার আলীম লেলিন ,
জোবায়দা মেমোরিয়াল হাসপাতাল এন্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারে ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বাবুল।
এসময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ গাফফার,
কাপাসিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম খোকন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ দর্জি, যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলাউদ্দিন শেখ , আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি বলেন স্বাস্থ্য সেবা বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি সাথে তাল মিলিয়ে উন্নত সেবাই আমাদের লক্ষ্য। জোবায়দা মেমোরিয়াল হাসপাতালের সাফল্য কামনা করি।