শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকে : বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আ স ম হান্নান শাহ্’র সহধর্মিনী এবং কাপাসিয়া বিএনপির অভিভাবক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের মাতা সৈয়দা ফারুখ সুলতানা’র (নাহিদ হান্নান) মাগফিরাত কামনায় ২৮ আগষ্ট শনিবার বাদ আছর ঘাগটিয়ার নিজ বাড়িতে কোরআনখানি, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এর আগে তিনি ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই শুক্রবার বিকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
প্রয়াত নেতা হান্নান শাহ্’র দীর্ঘদিনের সাথী মহিয়সী নারী নাহিদ হান্নানের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা শরিক হন। এসময় হান্নান শাহ্’র কনিষ্ঠ পুত্র বিএনপি মনোনীত কাপাসিয়ার ধানের শীষের প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ উপস্থিত সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থণা করেন।
কাপাসিয়া উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসেনের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে এসময় অন্যান্যের মাঝে কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির প্রবীন নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, জেলা ওলামা দলের সভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম, বিএনপি নেতা অ্যাড. লুৎফর রহমান, আফজাল হোসাইন, এফ এম কামাল হোসেন, সেলিম হোসেন আরজু, আজগর হোসেন খান, সিরাজ উদ্দিন বিএসসি, মাওলানা কফিল উদ্দিন, মতিউর রহমান জাফরসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী, মুসল্লি ও স্বজনরা উপস্থিত ছিলেন।
ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হক চাঁন মিয়া, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শাহীন বন্দুকসীর নেতৃত্বে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ মরহুমার দোয়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।
এর আগে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের নেতৃত্বে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ চাঁদপুর ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা সাবেক মেম্বার মরহুম আমজান হোসেন আঞ্জু, সহ-সভঅপতি ফজলুল হক মাষ্টারের মরহুম কন্যার কবর জিয়ারত করেন। পরে তারা চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অসুস্থ্য প্রবীন নেতা ইসমাইল হোসেন সরকারকে দেখতে তাঁর বাড়িতে যান।