শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ কাপাসিয়া উপজেলা দূর্গাপুর ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৭ আগস্ট) রাতে ফুলবাড়ীয়া পশ্চিমপাড়াস্থ চৌরাস্তা সংলগ্ন নতুন বাজারে আইন শৃঙ্খলা, বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক, গরু চুরি রোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রামবাসীর সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
দুর্গাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোতালিব মাষ্টারের সভাপতিত্বে ও মোঃ শহীদুল্লাহ মোল্লা সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনেস্ক ফার্নিচারের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন মোল্লা, জুহি লাবিব একাত্তুর লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও কাপাসিয়া ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ,উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান উদ্দিন প্রমূখ। মতবিনিময় সভায় ফুলবাড়িয়া গ্রামের গণ্যমাণ্য লোকজন উপস্থিত ছিলেন ।
পরে মোঃ শহীদুল্লাহ মোল্লা কে সভাপতি ও মাজহারুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পাহারা কমিটি গঠন করা হয়।