অধ্যাপক শামসুল হুদা লিটন, কাপাসিয়া থেকেঃ কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট, শুক্রবার বিকালে উপজেলা আড়াল বাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জুরুল হক মুকুলের সভাপতিত্বে এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কাপাসিয়া উপজেলা শাখার আহ্বায়ক ও প্রধান শিক্ষক আশরাফুল আলম খানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল রহমান লস্কর মিঠু , কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লা, সাবেক ডেপুটি কমান্ডার সিরাজ উদ্দিন মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব শরিফুল আলম প্রমূখ ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সনমানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড, আব্দুল মালেক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল হক, ইউপি সদস্য ও আড়াল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খলিলুর রহমান মোল্লা সহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ।