কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ কাপাসিয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপির ৬০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কাপাসিয়া উপজেলা শিল্পকলা একাডেমি জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করে এবং বৃক্ষরোপণ করে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে পরিষদের চত্বরে বৃক্ষরোপণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক চন্দন রক্ষিতের পরিচালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, হরি মঞ্জুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী ইয়াসমিন, শিল্পী মাসুমা সুলতানা সাথী সহ উপজেলা শিল্পকলা একাডেমীর ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।