কাপাসিয়া( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার কামড়া গ্রামে ৯ আগস্ট, সোমবার বিকালে সোলায়মান সরকার নামে এক কৃষকের ২ টি গরু বজ্রপাতে মৃত্যু হয়েছে।
প্রতিবেশী এস এম সানাউল্লাহ ও আব্দুল আজিজ জানান,কামড়া মধ্যপাড়া গ্রামের বিশিষ্ট ব্যাংকার আব্দুল হাই সরকারের ভাতিজা সোলায়মান সরকার তার পালের ১ টি গাভী ও ১ টি ষাড় গরু বাড়ির পাশে বাঁশঝাড়ের নীচে বেঁধে রাখে। বিকাল সাড়ে ৪ টাকার দিকে হঠাৎ বজ্রপাতের আঘাতে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। গাভীর পেটে ৭ মাসের বাছুর ছিলো। গরু দুটোর বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকার মতো হবে। গরু দুটো হারিয়ে জটিল অপারেশনের রোগী কৃষক সোলায়মান সরকার দিশেহারা। বজ্রপাতে ২ গরু মারা যাবার পর কৃষক সোলেমানের গোয়াল শূন্য হয়ে পড়েছে। গরু হারিয়ে কৃষকের পরিবারে নেমেছে শোকের ছায়া।