গাজীপুর মহানগর প্রেসক্লাবের উদ্যোগে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার শ্রীপুর প্রতিনিধি ও এবি পার্টির নেতা সাংবাদিক নজরুল ইসলাম মাহবুব এর কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি, (এবি পার্টি গাজীপুর জেলার আহবায়ক) এম আমজাদ খান,সহ- সভাপতি মোঃ মিজানুর রহমান , সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মানিক, এবি পার্টির গাজীপুর জেলার যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মুহাঃ নুরুল আমিন , মহানগর যুগ্ম আহবায়ক এস এম ইকবাল হোসেন, যুব বিভাগের আহবায়ক মাসুদ জমাদ্দার রানা, কামাল পাটেয়ারী ও আঃ রশিদ আহমেদ , ইসহাক প্রমুখ। এসময় করোনা মহামারী এবং মরহুম নজরুল ইসলাম মাহবুব এর বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে নজরুল ইসলামের স্ত্রী এবং তার তিন মেয়ের সাথে গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন এবং ভবিষ্যতে তাদের সুখে-দুখে পাশে থাকার আশ্বাস দেন। এ সময় নজরুল ইসলামের স্ত্রী সকলের কাছে তার স্বামীর জন্য দোয়া চান।