Breaking News
Home / কালিয়াকৈর / লকডাউনে তুরাগ নদীতে পিকনিক, চলছে অশ্লীলতা

লকডাউনে তুরাগ নদীতে পিকনিক, চলছে অশ্লীলতা

আশিকুর রহমানঃ কঠোর লকডাউন উপেক্ষা করেই গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীর বিভিন্ন অংশে পিকনিক আর গান বাজনায় মেতেছে তরুন তরুনীরা।

উচ্চস্বরে গান, মাদক, আর নারী দের নিয়ে আনন্দ উল্লাসে ভাসছে বেপরোয়া এসব তরুন তরুনীরা।
তুরাগ তীরের এলাকাবাসীদের অভিযোগ, পিকনিকের নামে চলছে অসভ্যতা, মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বড়ইবাড়ী, মকস বিল, চাবাগান, থেকে শুরু করে বিভিন্ন স্থানে নদীর বুকে এসব অশ্লীলতা দেখা যাচ্ছে। সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে দলে দলে জড়সড় অবস্থায় নাচগানে মেতেছে এসব যুবকেরা। সাথে মাদক আর অল্প বয়সের মেয়েদের নিয়ে অসামাজিক কার্যকলাপ চলছে।

স্থানীয়রা জানান, পিকনিকের নামে এসব অসভ্যতা আমাদের সমাজ কে নষ্ট করছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই।

আজিজুল নামের এক বাসিন্দা জানান, আমরা পরিবার পরিজন নিয়ে বসবাস করি। পিকনিকের নামে এসব অসভ্যতা আমাদের পরিবেশ ও সভ্যতাকে নষ্ট করছে।

মাহফুজ নামের এক ব্যক্তি জানান, পিকনিকের নামে অসভ্যতা, উচ্চস্বরে অসামাজিক গান চলছে। আমরা এর প্রতিকার চাই।

তবে এ ব্যাপারে কালিয়াকৈর থানা পুলিশকে জানানো হলেও কোন ব্যবস্থা নেননি।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, লকডাউনে এসব চলতে পারেনা। আমরা টিম পাঠিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করছি।

About admin

Check Also

বিএনপির সাবেক নেতা আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী  

আশিকুর রহমান, কালিয়াকৈরঃ  গাজীপুরের কালিয়াকৈরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাবেক নেতা আক্তারুজ্জামান আক্তার আওয়ামী লীগের …

Leave a Reply

Your email address will not be published.