আশিকুর রহমানঃ সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে ফ্যাক্টরি চালু করার দায়ে গাজীপুরের কাশিমপুর এলাকায় নরবান কমটেক্স নামের এক কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসকে কার্যালয়ের নির্বাহী মেজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার
শনিবার দুপুরে গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদন্ড প্রদান করেন।
সূত্রে জানাযায়, কাশিমপুর এলাকার নরবান কমটেক্স কারখানাটি লকডাউন উপেক্ষা করে বাহির থেকে তালা ঝুলিয়ে ভেতরের কয়েকটি ইউনিটে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন গোপন সংবাদে ওই কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন। পরে ওই কারখানার মালিককে ১ লাখ টাকা জরিমানা করে কারখানা বন্ধ করে দেওয়া হয়।
জেলা কার্যালয়ের নির্বাহী হাকিম উম্মে হাবিবা ফারজানা জানান, লকডাউনে কোন কারখানা খোলা বা কার্যক্রম পরিচালনা করা যাবেনা। এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও জেলা পুলিশ সদস্যরা।