অধ্যাপক শামসুল হুদা লিটনঃ কাপাসিয়া উপজেলায় ঈদ উপলক্ষে কিশোর বয়সী ছেলেরা দুটি পিকআপ গাড়িতে সাউন্ড বক্স সহ উচ্চ শব্দে গানের তালে নাচানাচি, মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে দুটি পিকআপ গাড়িকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত ।
ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকেলে উপজেলা বড়হর ও তরগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা ।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন ঈদকে কেন্দ্র করে উঠতি বয়সী ছেলেরা পিকআপ গাড়িতে সাউন্ড বক্স সহ উচ্চ শব্দে গানের তালে নাচানাচি করা, মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘনর দায়ে দুইটি পিকআপ গাড়ি কে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী দুইটি মামলায় ৮০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।