কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ঈদুল আযহা উপলক্ষে ইমাম মুয়াজ্জিন ও মাংস, চামড়া ব্যবসায়ীদের চামড়া প্রক্রিয়াজাতকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুলাই ) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান মিয়া ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন এলাকায় খামারি, চামড়া ব্যবসায়ী, মাংস ব্যবসায়ী মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ প্রাণিসম্পদ দপ্তর এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ।
সামাজিক দূরত্ব বজায় রেখে, পশু কোরবানি, চামড়া সংরক্ষণ, বর্জ্য যথা স্থানে ফেলা, ও চমড়ার বাজার মূল্য নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ।