আশিকুর রহমানঃ রাত পোহালেই ঈদ, আর তাই দিশেহারা হয়ে বাড়ীর পথে ছুটছেন ঘরমুখী মানুষ। গতকাল থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত মহাসড়কে গণপরিবহন ও মানুষের চাপ থাকলেও বিকেল থেকে অনেকটাই ফাকা রয়েছে মহাসড়ক।
মঙ্গলবার বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়। শেষ বেলায় পরিবহনের অপেক্ষায় পথে দাঁড়িয়ে আছে যাত্রীরা। যাত্রীবাহী বাস কম থাকায় ট্রাক, পিকাপ, মাইক্রোবাসে উঠছেন মানুষ। তবে দূর্ঘটনা এড়াতে অতিরিক্ত যাত্রী বহন, বাসের ছাদ ও ট্রাকের ছাদে যাত্রী উঠানোর ব্যাপারে মনিটরিং করছে হাইওয়ে পুলিশ।
ছবিঃ ঢাকা টাংঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে তোলা
এদিকে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের আশংকা থাকলেও পুলিশের তৎপরতায় স্বাভাবিক রয়েছে যান চলাচল।
যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে সড়কের বিভিন্ন স্থানে ওয়াচ টাওয়ার তৈরি করে সেবা দিচ্ছেন হাইওয়ে পুলিশ।
হানিফ পরিবহণের চালক রাফি জানান, এবার মহাসড়কে যাতায়াত অনেকটাই ক্লান্তিহীন হয়েছে। পুলিশের টহলের কারণে যানজট তেমন নেই।
সুফিয়া বেগম নামের এক যাত্রী জানান, প্রতিবছর অনেক কষ্টে বাড়ি যাই। তবে এবার অনেকটাই স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পারব মনে হচ্ছে।
সালনা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, পরিবারের সাথে ঈদ করতে সকলেই বাড়ি যাচ্ছে। সড়ক পথে দূর্ঘটনা এড়াতে আমরা সর্বক্ষণ নজরদারি রাখছি। আমাদের পুলিশ সদস্যরা নিরলস কাজ করছেন। সকলেই যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে বাড়ি পৌছাতে পারে সে জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।