কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাউন ও সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে রয়েছে। প্রতিদিনই কাজ করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি বিধিনিষেধ অমান্য করার জন্য আদায় করছেন জরিমানা।এরই ধারাবাহিকতায়
১৩ জুলাই মঙ্গলবার কাপাসিয়া সদর বাজারে অহেতুক ঘোরাঘুরি করা ও মাস্ক পরিধান না করা ব্যক্তিদের অত্যাধুনিক থার্মাল স্ক্যানার মেশিন দিয়ে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা করা হয়। তাপমাত্রা মাপার পর যাদের শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেছে তাদেরকে জরিমানা করা হয়েছে। এ সব ব্যক্তিদের দ্রুত বাসায় ফিরে যাওয়ার জন্য এবং নিজ বাড়িতে ঘরে অবস্থান করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোসাঃ ইসমত আরা।
Home / Uncategorized / কাপাসিয়ায় অহেতুক ঘোরাঘুরি করা ব্যক্তিদের থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা মেপে জরিমানা
Check Also
Dating Superstitions
Once we listen to Frank Sinatra performing about “that old black colored miracle labeled as …