আশিকুর রহমান, কালিয়াকৈরঃ গাজীপুরের কালিয়াকৈরে রেঞ্জের বোয়ালী বিটের আওতাধীন নলুয়া এলাকায় বন বিভাগের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। সোমবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ ওই স্থাপনা ভেঙে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন।
বন বিভগ সূত্রে জানাযায়, বোয়ালী বিটের আওতাধীন নলুয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলমগীর বন বিভাগের জমি জবর দখল করে একটি স্থাপনা নির্মাণ করেন। পরে এ ব্যাপারটি বন বিভাগের কর্মকর্তাদের নজরে আসে। এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে ওই এলাকায় জমি উদ্ধারে অভিযানে নামে বন বিভাগ। পরে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাটি ভেঙে দেওয়া হয়।
অভিযানে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন বলেন, বন বিভাগের জমিতে নতুন করে কোন স্থাপনা হবে না। এবং দখলে থাকা জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালী বিট কর্মকর্তা মাসুম হোসেন, চন্দ্রা বিট কর্মকর্তা শরিফ উর রহমান চৌধুরীসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।