Breaking News
Home / গাজীপুর / কাপাসিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কাপাসিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা থেকে শামসুল হুদা লিটনঃ ‘‘অধিকার ও পছন্দই মূল কথা, প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রধান্য পেলে কাঙ্খিত জন্মহারে সমাধান মেলে’’ এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

১১ জুলাই রোববার দুপুরে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহিমের সভাপতিত্বে ভার্চুয়ালী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবদুস সালাম সরকার।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ৬টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

About admin

Check Also

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত ২জন আহত

তারেক রহমান জাহাঙ্গীরঃ গাজীপুর শ্রীপুর থানা প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলার ব্রিজে(পারুলি ব্রিজ) ২০শে জানুয়ারি সকাল …

Leave a Reply

Your email address will not be published.