প্রতিদিনই করোনার রুদ্রমূর্তি দেখতে শুরু করেছে দেশ। টানা ৫ দিন ধরে দেশে প্রাণহানি শতকের ঘরে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৪৩ জন। মোট প্রাণহানি দাঁড়ালো ১৪ হাজার ৬৪৬ জন।
বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৩০১ জনের শরীরে। দেশে করোনায় এ পর্যন্ত আক্রান্ত ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জন। আজ খুলনা বিভাগে ৪৬ ও ঢাকা বিভাগে ৩৫ জনের মৃত্যু হয়েছে।