অধ্যাপক শামসুল হুদা লিটনঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কাপাসিয়া উপজেলার সর্বত্র পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২৩ জুন বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিকেলে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয় ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমান উল্লাহ ইমু, উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ মজিবুর রহমান , সাধারণ সম্পাদক আব্দুল রউফ দর্জি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মহমুদুল হাসান মামুন ও সাধারণ সম্পাদক আমির হামজা প্রমূখ। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।