মোঃ আমিনুল এহছান মোল্লা।
************************************
বঙ্গ তাজের পথ ধরে তুমি পথ চলিতেছো বাংলার বুকে
বিশ্ব চিনেছে তোমাকে নিশীথের অন্ধকারে মানবের দুঃখে
অনেক দুঃখীর কান্না শুনেছি আমি মাতৃহারা সন্তানের মতো
তখন তুমিছিলে সেখানে আঁচল বিছায়ে মাতৃস্নেহে রত ।
বঞ্চিত প্রাণে যখন গগণ বিদারী কান্নার সমুদ্র সফেন
উদ্দাম ছুটেছো অবিরাম গায়ের মেঠো পথে প্রাণ পণ !
দুঃখ তার কবেকার শুনেছো কান পেতে দিবা-নিশি
অশ্রু মুছেছো মায়ের আঁচলে দুঃখীরে ভালবাসি
মানবতা যেথায় তুমুল যুদ্ধের সমরে রক্তাক্ত প্রাণ
দীপ্ত প্রদীপের মতো সেথায় তুমি উজ্জ্বল মহিয়ান
অশ্বের দৌড়ে ছুটেছো তুমি বীর সেণানির মতন
দিবা- নিশি শুনেছো তুমি- কার কি প্রয়োজন!
মাতৃস্নেহের উপমা তুমি বঙ্গ তাজের মেয়ে
বঞ্চিত জনতার হাল ধরেছো পিতার নাও লয়ে।
হাসি আসে মাগো তোমার আঁচল তলে
দুঃখীরা যে দুঃখ ভুলে
তাই তো তুমি মানবতার মা – কাপাসিয়ার কোলে ।
আঁধার রাত্রির জোনাক তুমি আলোয় ঝিলমিল
সিমিন হোসেন রিমি তুমি জাতিরহৃদয় দিল।