Breaking News
Home / শিক্ষা / ননএমপিও শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর

ননএমপিও শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর

সরকারিকৃত কলেজের ননএমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার এ ব্যাপারে অধিদপ্তরের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরকারি হওয়া কলেজের স্থায়ী অথবা অস্থায়ী এফডিআর নগদায়ন করে ননএমপিও কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেয়া হলো।

এর আগে গত ৯ মে সরকারি কলেজের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এফডিআর ভেঙে নগদায়নের অনুমতি দিয়েছিলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গত ৬ জুন এ সংক্রান্ত নির্দেশনা কলেজ অধ্যক্ষদের পাঠিয়েছে মাউশি।

প্রসঙ্গত, মহামারি করোনার কারণে গত ১৫ মাস ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এতে করে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন আদায় করা সম্ভব হচ্ছে না। ফলে কলেজগুলোও ননএমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে পারছিল না। এ অবস্থায় কলেজের এফডিআর নগদায়নের অনুমতি চেয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আবেদন করে মাউশি।

About admin

Check Also

শিবপুরে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিষয়ে ভার্চুয়াল মতবিনিময় সভা

অধ্যাপক শামসুল হুদা লিটনঃন রসিংদী জেলার শিবপুর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার প্রধান শিক্ষক ও …

Leave a Reply

Your email address will not be published.