অধ্যাপক শামসুল হুদা লিটনঃ কাপাসিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আমজাদ হোসেন দীর্ঘ ৯ বছর আইনী লড়াই করে অবশেষে স্বপদে বহাল হয়েছেন। চাকুরীর আর মাত্র ৭/৮ মাস বাকি আছে। এ গত ২৩ মে রবিবার কাপাসিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে যোগদান করেছেন।
আমজাদ হোসেন জানান, সম্পূর্ণ অন্যায়ভাবে তাঁকে বরখাস্ত করা হয়েছিলো। সত্য প্রতিষ্ঠায় আদালতের আশ্রয়ও নিয়েছেন। কখনো হতাশ হননি এবং অন্যায়ের কাছে আপোষ করেননি। তিনি আরও জানান, “কলেজ গভর্নিংবডির সভাপতির কাছে লিখিত আবেদনের প্রেক্ষিতে এডিসি ও কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে দুটি পৃথক তদন্ত কমিটি গঠিত হয়। আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছিল বলে এবিষয়টি তদন্ত কমিটির রিপোর্টে উঠে আসে। কতৃপক্ষের নির্দেশে আমি আমার দায়িত্ব পালন করছি।