অধ্যাপক শামসুল হুদা লিটনঃ কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হাফেজ ফায়জুল্লাহ মেমোরিয়াল ফাউন্ডেশন এর উদ্যােগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের অসহায় ও সাধারণ মানুষের মাঝে মানসম্মত লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। কামড়া গ্রামের ফয়েজ মন্জিল চত্বরে চতুর্থ দিনের মতো আজ বুধবার সকালে শতাধিক পরিবারের মধ্যে লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করেন হাফেজ ফায়জুল্লাহ মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ এসএম সানাউল্লাহ। এ সময় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশ, হাফেজ ফায়জুল্লাহ মেমোরিয়াল ফাউন্ডেশন প্রতিষ্ঠার বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে ফাউন্ডেশন পরিচালিত মসজিদ, মক্তব, তাফসীর মাহফিল, শিক্ষা বৃত্তি, এতিম, অসহায় ও দরিদ্র মানুষকে সাহায্য – সহযোগিতা অন্যতম।