আশিকুর রহমান, কালিয়াকৈরঃ গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা বাইক রাইডার্স ক্লাবের পক্ষ থেকে পথচারীদের ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চন্দ্রা বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় প্রায় দেড় শতাধিক পথচারী, অসহায়দের মাঝে মানবতার ইফতার বিতরণ করেন চন্দ্রা বাইক রাইডার্স ক্লাবের সদস্যরা। এ সময়, চন্দ্রা টার্মিনাল এলাকার আশেপাশে থাকা রোজাদার পথচারী ও অসহায়দের হাতে ইফতার ও পানীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
চন্দ্রা বাইক রাইডার্স ক্লাবের সদস্যরা জানান, পবিত্র রমজান মাসে অসহায় পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে পেরে আমরা অনেক আনন্দিত। আমরা আমাদের নিজেদের অর্থায়নে দেড় শতাধিক রোজাদারদের মাঝে ইফতার তুলে দিয়েছি। পবিত্র রমজান মাসে গরীব অসহায়দের সাথে একটু প্রশান্তি ভাগাভাগি করতে পেরে আমরক অনন্দিত। আমরা এই বাইক রাইডার্স ক্লাবের মাধ্যমে সবসময় অসহায় গরীবদের পাশে দাড়াতে চাই।
পথচারীরা তাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন। নিসন্দেহে এটা একটা মহান উদ্যোগ। রমজান মাসে অসহায় পথচারীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ক্লাবের প্রতি শুভ কামনা জানিয়েছেন সকলেই। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রা বাইক রাইডার্স ক্লাবের পরিচালনা কমিটির মিরাজ, শামিম, ফয়সাল, সোহান সহ অন্যান্য সদস্যরা।